এইতো সেদিনের কথা জঙ্গলে মুড়িয়ে আগোছালো ছিল ইবি।
হঠাৎ স্যারের আগমনে প্রতিটি দর্পনে বদলে গেল ইবির ছবি।
মুঠোয় মুঠোয় স্বপ্ন নিয়ে যারা ছিল ছিলো অর্কমণ্য,
এমন একজন অভিভাবক পেয়ে সবাই জেগে উঠলো হয়ে ধন্য।
স্বপ্ন বুননের কারিগর হয়ে ছড়িয়ে তার আলো,
বদলে দিয়ে চিত্রকর্ম তৈরি করল সকল ভালো।
মেধাবীরা তার ছত্রছায়া পেয়ে
অগ্রসর হলো আন্তর্জাতিকিকরণ এর পথে ধেয়ে।
কিছুদিন আগেও যে ইবি ছিলে নির্জীব দাড়িয়ে,
প্রিয় অভিভাবকের ছোয়ায় সৌন্দর্যের সীমা গেছে ছাড়িয়ে।
তিনি হলেন প্রিয় হারুণ অর রশিদ আসকারী।
সকল ইবিয়ানের চলার পথে আলোর দিশারি।
স্বপ্ন বুননের কারিগর আপনি হয়ে অনেক ঋণ
মনের থেকে ভালোবাসি স্যার, শুভ জন্মদিন।
লেখক: আরশি আঁখি

ইবি উপাচার্যকে নিয়ে লেখা জন্মদিনে কবিতার লেখক
শিক্ষার্থী, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।