এখন সবই স্মৃতি হওয়ার পালা,
সময়তো আর কারো জন্য থেমে থাকে না!
তাই সময়ের তালে চলতে চলতে একটা মুহুর্ত আসে,
যখন বিদায় বেলা ঘনিয়ে আসে।
এইতো সেদিন না তোমরা এলে!
দুপায়ে শিশির মাড়িয়ে?
নিজেদের পদচারণায় মুখর করে তুলেছিলে,
নিজেদের শিক্ষাঙ্গন, নিজেদের অন্তর।
তবে, আজ যে সে জায়গাটা ছেড়ে দিতে হবে!
শুধু তোমাদেরই মত আরও একদল প্রাণবন্ত সুধা পানকারীদের জন্য।
হয়তো খুব মনে পড়বে,
এই ডিপার্টমেন্ট, এই শিক্ষক, এই ছোট ছোট ভাই-বোন, এই ক্যাফে, এই মফিজ লেক, এই হল, এই রাস্তা!
যখন নিজেদের মনের ভিতরের মানুষটা কষ্টে, দুঃখে, বেদনায় জর্জরিত হয়ে চলে যাওয়ার কথা ভেবে মরিয়া হয়ে উঠেছে।
দু চোখের কোণে জমে গেছে অশ্রুকণা,
তবে জেনে রেখো, এ যেনো বিদায় নয়!
এটা তোমাদের সাফল্যের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্যই অনুপ্রেরনা মাত্র।
ঝড়, তুফান পেরিয়ে অনেক বড় জায়গায় যাও!
নিজেদের পরিচয় তৈরী করো।
তোমাদের বিদায় দিতে যে কষ্ট,
তা শান্তিতে রুপান্তরের একটা পথই হলো,
তোমাদের পরিচয়।
ভালো থেকো, এগিয়ে যাও দুর্গম পথে,
জীবন যুদ্ধে জয়ী হও,
মানুষ হয়ে বাঁচার মতো বাঁচো!
জান্নাতুল ফেরদৌস নীলা
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়