করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা স্ত্রী সুমনা হক সুমি।
শনিবার (১৮ জুলাই) তিনি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি তার স্ট্যাটাসে লিখেন, ‘আলহামদুলিল্লাহ, করোনা নেগেটিভ। আমার জন্য এটি বড় এক মুক্তি। অশেষ শুকরিয়া।’ এর আগে মাশরাফি বিন মুর্তজা করোনা নেগেটিভ হন। করোনা নেগেটিভ হন মাশরাফি ভাই মোরসালিনও। তাদের পরিবার থেকে এবার করোনা চলে গেছে।
উল্লেখ্য, মাশরাফি বিন মুর্তজা, তাঁর স্ত্রী ও ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা বাসায় থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। মাশরাফি ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত হলে তাদের দুই বাচ্চাকে তাদের গ্রামের বাড়িতে নড়াইলে পাঠিয়ে দেওয়া হয়।
আর/এস