আমার নেইতো আকাশচুম্বী জনপ্রিয়তা
নেইতো অঢেল টাকার ঢেউ
আমি সাধারণ, এক ক্ষুদ্র মানুষ
তাইতো আমার খোঁজ রাখেনি কেউ।
আমি গরীব, আমি নির্বোধ
আমার মাথার ঘাম নামে পায়ে
আমার বলতে বারণ ;কষ্টের কথা
আমার দিন কাটে একান্ত নিরুপায়ে
আমি মূর্খ,আমি বর্বর
আমি বলতে পারিনা নিজের নাম
নিরবতা আমার বাঁচার হাতিয়ার
খুব সস্তায় বিক্রি হয় আমার ঘাম।
আমি গড়িনি কোন টাকার পাহাড়
করিনা কোন অন্যায় কাজ
আমি দু’মুঠো ভাতে বেঁচে থাকি
সততাই আমার মাথার তাজ।
ফয়সাল মাহমুদ আল-মারজান
শিক্ষার্থী
আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়।