উৎসর্গ : ঢাকাবাসী
কত জল্পনা কত কল্পনা নিয়ে নতুন শহরে
রয়েছে কতই না অগণিত যন্ত্রনা,
কিন্তু তবুও যে আশায় বেঁধে থাকে বুক
যদি তৈরি হয় নতুন কোনো মন্ত্রণা ।
রোজ কা কা কাকের ভীড়ে
ভো ভো গাড়ির মাঝে,
ধূলোমাখা পথ বেয়ে
কতই না নিত্যনতুন জীবন সাজে!
শুধু জাগ্রত ঢাকাই জানে
কাছের মানুষ দূরে রেখে,
কতই না নির্ঘুম রাত হয় পার
দূর থেকে তাদের কাছ থেকে!
শুনেছি ঢাকায় নাকি টাকার মেলা
সে ভীড়ে ফিকফিকে হয় যায় সব বিশ্বাস
আকাশ বাতাসে আর রাজপথে শুধু
দৌড়ে বেড়ায় দুরূন্তপণা মানুষদের দীর্ঘ নিঃশ্বাস
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া