বাঙালি না হয়ে
আমি পুলিশ হতে চাই।
যে পুলিশ মৃত্যুর ডানায় ভর করে
চলছে মৃত্যুকূপের গহীনে!
মৃত্যুর সীমাহীন সাগরে
স্বীয় প্রাণ করে নিমজ্জিত
লড়ছে স্বর্গের দেব-দেবী হয়ে!
জীবন বিসর্জন দিয়ে
করছে মৃত্যু পথযাত্রীর প্রাণের সাথে সন্ধি!
নিজ প্রাণ মৃত্যুর কোলে সঁপে!
মৃত্যুর সাথে করে মিতালী
মৃতের সাথে গেঁথে প্রাণ
লড়ছে মৃত্যুর সাথে সম্মুখ সমর যুদ্ধে
মানবতার মূর্ত প্রতীক হয়ে!
হয়ে মানবতার ঢাল!
আবির্ভূত হয়ে প্রাণের ত্রাণকর্তা!
মৃত্যুর সাথে যে পুলিশ গড়ছে
একটা খেলনা-খেলনা সম্পর্ক!
মৃত্যু গুহায় যার নিত্য যাতায়াত!
যে পথের শেষ ধারে
অপেক্ষা করছে অমরত্ব
এবং বঙ্গ মানচিত্রের বাঁচা-মরার এক যুদ্ধ!
মৃত্যুর সামনে পুলিশ দাঁড়িয়ে
গড়ছে মৃত্যুহীন বাঁধ!
যেনো ডেথপ্রুফ বেরিকেড
যার পরশে মৃত্যু হবে পরাজিত!
এ হলো মানবতার আশ্চর্য!
বাঙলার পুলিশি সেবা
পৃথিবীর অষ্টম আশ্চর্য!
স্বজনের ফেলনা মৃতদেহ
হয়ে উঠছে পুলিশের আত্মা!
যার উপর ভর করেই চলছে
আঠারো কোটি স্বপ্ন!
বাংলার পুলিশ আজ
সোনালী মানচিত্রের হৃদপিন্ড!
মানবতার ফুসফুস!
পুলিশিং সেবা বাংলা মায়ের অক্সিজেন!
যে পুলিশ শিখায়
মৃত্যুভয় উপেক্ষা করার অলৌকিক মন্ত্র!
আমি সেই পুলিশ হতে চাই
সেই বাহিনীর আদর্শে
আমি আমার আত্মা উৎসর্গ করতে চাই!
যে পুলিশ শুধু বাঙালি কেনো
মানুষের ঊর্ধ্বে
দেবতার আঁতুড়ঘর!