রাসেল মুরাদ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম তালুকদার(এমপি)।
এক শোকবার্তায় তিনি বলেন, মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিম ছিলেন নির্ভীক যোদ্ধা। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ দেশ প্রেমিক রাজনীতিককে হারালো। তার মৃত্যু জাতীয় রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। দেশের রাজনৈতিক ইতিহাসে মোহাম্মদ নাসিমের নাম চির অম্লান হয়ে থাকবে।
উল্লেখ্য, তিনি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় চার নেতার অন্যতম মো. মনসুর আলীর সুযোগ্য সন্তান। ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় এম মনসুর আলী ও মোসাম্মত আমেনা মনসুরের ঘরে মোহাম্মদ নাসিম জন্মগ্রহণ করেন