মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
সৌদি আরবের রাজধানী রিয়াদে সৈয়দ আহমদ নামে চট্টগ্রাম,লোহাগাড়ার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর।
নিহত সৈয়দ আহমদ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বের পাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। নিহত সৈয়দ আহমদ ছিলেন পেশায় একজন চাকুরীজীবি। প্রায় চার বছর পূর্বে তিনি দেশে এসেছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৫ দিন পূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন।৬জুলাই, সোমবার স্থানীয় সময় দুপুর ২ টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৭জুলাই, মঙ্গলবার নিহতের বড় ভাই মো. ইছহাক ছোট ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।সৌদি সরকারের নিয়ম অনুযায়ী নিহতের লাশ সেখানেই দাফন করা হবে।