দর্পণ ডেস্কঃ
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরা হামলার শিকার হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক নির্যাতনে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের বলেন, সাংবাদিকদের ওপর হামলা করাটা যেন সহজ হয় গেছে। আমরা চাই, বিচার হোক। আশা করছি, দ্রুত আসামিরা গ্রেপ্তার হবে।
নির্যাতিত সাংবাদিক উজ্জ্বল হোসেন জিসান বলেন, অফিস এবং ইসির ইস্যু করা বৈধ কার্ড নিয়েও হেনস্থার শিকার হতে হয়েছে। শার্টের কলার ধরে টেনে বের করে দিয়েছে। এটা সাংবাদিক হিসেবে আমার জন্য লজ্জার। আমি এখন ট্রমার মধ্যে আছি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সুর্য বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্থার ঘটনায় জড়িতদের আগামী শনিবারের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়া হবে।