
লেবু গাছে ফুটেছে দৃষ্টি নন্দন ফুল। কয়েক দিন পরই ফুল থেকে বেরিয়ে আসবে লেবুর কুড়ি

শীত বিদায় নিয়েছে। এই চৈত্র মাসেও সিলেটের বিভিন্ন হাওরে রয়েছে শীতের অতিথি পাখি। দিনভর পাখির ওড়াউড়িতে মুখর হাওরগুলো।

সবুজ চা বাগানের টিলায় চা গাছের নিচে খাবারের খোঁজে সাদা বক।